ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৮ দিন বন্ধ থাকবে হিলির আমদানি-রপ্তানি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য সময়ে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজায় ভারতে নানা আনুষ্ঠানিকতা থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৪ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আমদানি-রপ্তানি  বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমস কার্যক্রম সচল থাকবে। চাইলে আমদানিকারকরা এই সময়ে বন্দরে থাকা পণ্য খালাস করতে পারবেন এবং কাস্টমস তাদের সব ধরনের সহযোগিতা দেবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজায় আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচলে কোনো বাধা তৈরি হবে না।

LH/AHA
আরও পড়ুন