ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

ইউক্রেনের বিবাদপূর্ণ অঞ্চলগুলোর সমাধান ও নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসাএ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিসলিৎসা বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ইতোমধ্যে পরিষ্কার করেছেন যে তিনি বিবাদপূর্ণ অঞ্চলগুলো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা ও বৈঠক করতে প্রস্তুত। তিনি আরও জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চায় এবং এর খসড়া প্রস্তুত করতে রাজনীতিবিদরা কাজ করে যাচ্ছেন।

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সূত্রপাত ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর থেকে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পরবর্তীতে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার বড় অংশ নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দেয়।

তবে ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সহায়তায় কাটছাঁট করেন এবং যুদ্ধের অবসান চান। এজন্য প্রয়োজন হলে ইউক্রেনকে নিজ ভূখণ্ডের কিছু অংশ ছাড় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

১৫ আগস্ট আলাস্কায় পুতিন ও ১৮ আগস্ট ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর আন্তর্জাতিক মহলে আলোচনা তীব্র হয়। বিশ্লেষকদের মতে, মূলত ট্রাম্প প্রশাসনের চাপেই পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

NB/FJ
আরও পড়ুন