ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন যেভাবে বন্ধ করবেন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

ফেসবুকের নিউজ ফিড দেখার সময় প্রায়ই ফ্রেন্ডস সাজেশন সামনে আসে। যা অনেকের কাছে বেশ ঝামেলার ফিচারগুলোর একটি হলো ‘People You May Know’। হঠাৎ করে অচেনা লোকদের প্রোফাইল ভেসে ওঠা অনেকের কাছেই বিরক্তিকর।

অর্থাৎ ব্যবহারকারীর পরিচিত এমন কিছু আইডি দেখানো হয়। সেখান থেকে অনেকেই নতুন কাউকে বন্ধু তালিকায় যুক্ত করেন। তবে সবসময় এ সাজেশন বা পিপল ইউ মে নো ফিচার ভালো লাগে না। এক্ষেত্রে ফিচারটি বন্ধ করলে অযাচিত সাজেশন থেকে দূরে থাকা যাবে।

তবে সুখবর হলো—এটি সেটিংস থেকে বন্ধ করা যায়। যদিও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবুও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তি অনেকটাই কমে যায়।

  • কম্পিউটার থেকে
    ফেসবুক খুলে উপরের ডান পাশে থাকা Account আইকন-এ ক্লিক করুন।
    Settings & privacy এ ক্লিক করে Settings নির্বাচন করুন।
    বাম দিকের মেনু থেকে Notifications এ যান।
    সেখানে গিয়ে People You May Know অপশন খুঁজে বের করুন।
    এখানে Push, Email, SMS নোটিফিকেশন আলাদাভাবে বন্ধ করতে পারবেন। চাইলে একেবারেই বন্ধ করে দিতে পারেন।
  • মোবাইল থেকে
    ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকন চাপুন।
    নিচে স্ক্রল করে Settings & privacy → Settings এ যান।
    এবার Notifications অপশন নির্বাচন করুন।
    People You May Know খুঁজে বের করে উপরের Toggle Button বন্ধ করুন।
    একবার বন্ধ করলে নোটিফিকেশন আর আসবে না।
    পুরোপুরি কি বন্ধ করা যায় না?
    দুঃখজনক হলেও সত্যি নিউজফিডে ভেসে ওঠা Friend Suggestion পুরোপুরি বন্ধ করা যায় না।
    শুধু Hide people you may know বেছে নিয়ে সাময়িকভাবে লুকানো যায়। কিছুদিন পর আবার দেখা দেবে।
    ফেসবুক কীভাবে Friend Suggestion দেখায়?

ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব পরামর্শ দেখায়—

  • মিউচুয়াল ফ্রেন্ড
    একই গ্রুপে থাকা সদস্যরা
    আপনার ফোনের কনট্যাক্ট লিস্ট
    কাজের জায়গা, স্কুল বা বিশ্ববিদ্যালয় তথ্য
    এমনকি আপনার লাইক, কমেন্ট, লোকেশন—সবই কাজে লাগে।
    পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তিকর অ্যালার্ট থেকে মুক্তি মিলবে।
AHA
আরও পড়ুন