ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রহ্মপুত্র নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী শীলাবাড়ি এলাকার রফিজউদ্দিনের পাওয়ার লুম মিলের পশ্চিম পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

থানা সূত্রে জানা গেছে, পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগ বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

NJ
আরও পড়ুন