ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর ডোবায় কচুরিপানার ভেতর থেকে মাইমুনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত শনিবার দুপুরে বাড়ির কাছেই সমবয়সীদের সঙ্গে পুতুল খেলছিল মাইমুনা। এ সময় ফুল আনতে বাড়ির পাশে যায় সে। তারপর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে গতকাল বিকেলে বাড়ির অদূরে পুকুরে খাবার দিতে যায় মাইমুনার কাকা আলী হোসেন। এ সময় পুকুরের পাশে ডোবা থেকে দুর্গন্ধ বের হলে পরে ওই স্থানে যান তিনি। এ সময় কচুরিপানার ভেতরে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

NJ
আরও পড়ুন