ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিজিক বাড়ে যে আমলে 

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩০ এএম

কোরআন-সুন্নাহে কিছু দোয়া আছে, যেগুলো পাঠে রিজিক লাভ হয় এবং বরকত বাড়ে। এমনিভাবে এমনও কিছু সময় আছে, যখন দোয়া করাটা কবুল হওয়ার অধিক উপযোগী। অবশ্য বরকত ও কল্যাণ লাভের জন্য ইসতেগফারেরও বিরাট ভূমিকা রয়েছে।

জীবনযাত্রার সহজতা ও রিজিক বৃদ্ধির উত্তম আমল

কুরআন-সুন্নাহে এমন কিছু দোয়া বর্ণিত হয়েছে, যার মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার কাছে তার কল্যাণ কামনা করতে পারে এবং রিজিক চাইতে পারে। এমন কিছু দোয়া হলো এই,

একবার দোয়া করতে গিয়ে রাসূল সা. বলেন,

اللَّهُمَّ اكْفِنِي بحَلالِكَ عن حَرامِكَ، وأَغْنِني بفَضْلِكَ عَمَّنْ سِواكَ

অর্থাৎ হে আল্লাহ, আপনার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে বিরত রাখেন এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষী করেন। (সুনানে তিরমিজি)

আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. সূত্রে বর্ণিত একটি দোয়া হলো,

اللَّهُمَّ إنِّي أسألك الهدى والتقى والعفاف والغنى

অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, পরহেযগারি, নিষ্কলুষতা ও আত্মনির্ভরশীলনা চাই। (সহিহ মুসলিম)

আরেকটি দোয়া হলো এই-

اللَّهُمَّ بارِكْ لي في رِزْقي

অর্থাৎ হে আল্লাহ, আমার রিজিকে বরকত দান করেন। (মুসনাদে বাযযার, শায়খ আলবানী একে সহিহ বলেছেন।)

রাসূল সা. কুফুর, দারিদ্র্য এবং কবরের আজাব থেকে আল্লাহ তায়ালার কাছে পানাহ চাইতেন। দোয়াতে রাসূল সা. বলতেন,

اللهم إنى أعوذ بك من الفقر والقلة والذلة، وأعوذ بك أن أظلم أو أظلم، ويأمر بذلك

অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য, অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করি; আমি যেন নিজে কারো উপর জুলুম না করি এবং নিজেও যেন নির্যাতিত না হই। (মুসনাদে আহমদ ও অন্যান্য)


রাসূল সা. রিজিকের জন্য কী দোয়া পড়তেন?

রিজিক লাভের জন্য রাসূল সা. নির্দিষ্ট কোনো দোয়া পড়েছেন বলে হাদিসে বর্ণিত নেই। তবে তিনি দোয়া পাঠ করতেন, যাতে তিনি রিজিক প্রার্থনা করতেন। যেমন,

রাসূল সা. ফজরের নামাজের পরে বলতেন,

اللَّهُمَّ إني أسألك علمًا نافعًا، ورزقًا طيبًا، وعملًا متقبلًا

অর্থাৎ হে আল্লাহ, আমাকে উপকারী ইলম দান করেন; উত্তম রিজিক ও মাকবুল আমলের তাওফিক দিন। (সুনানে ইবনে মাজাহ, শায়খ আলবানী একে সহিহ বলেছেন।)

আরেকটি দোয়া হলো,

اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال

অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার থেকে দুঃখ ও উদ্বেগ থেকে পানাহ চাই। পানাহ চাই অক্ষমতা ও অলসতা থেকে; ভীরুতা ও কৃপণতা থেকে; ঋণের পেরেশানি ও মানুষের অত্যাচার থেকে। (সহিহ বুখারী ও সহিহ মুসলিম)

অন্য আয়াতে এসেছে,

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি দিন।

HN
আরও পড়ুন