ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মিস্ত্রীর

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানান, দুপুরে সে পাশের একটি বাসায় ইলেকট্রিকের লাইন জোড়া লাগানোর কাজ করছিল। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক জানায়, সে আর নেই।

পরিবার জানায়, ইমন হোসেনের গ্রামের বাড়ি সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। তিনি ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ ডেমরার সারুলিয়া এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

DR
আরও পড়ুন