ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাকসু নির্বাচনে সুখবর পেলো নারীরা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে বড় দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। এখন থেকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি এমফিল ও পিএইচডি পর্যায়ের প্রার্থীদের জন্য ৩০ বছরের সর্বোচ্চ বয়সসীমাও বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এর একদিন আগেই, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে তফসিল ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মাঝে গঠনতন্ত্র নিয়ে বিরোধ দেখা দেয়। পুরোনো গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে শুধুমাত্র পুরুষদের অংশগ্রহণের বিধান থাকায় তা নিয়ে তীব্র আপত্তি জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রশাসন জানায়, এ পদে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, পুনঃসংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদ ছাত্রছাত্রী উভয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বয়সসীমা ৩০-এর বাধা তুলে দেওয়া হয়েছে।

DR/AHA
আরও পড়ুন