ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নুরের ওপর হামলা গভীর চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এর পেছনে সুপরিকল্পিত চক্রান্ত থাকতে পারে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, নুরের মাথায় রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান জানান, নুর এখনো শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে সামান্য পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকদের মতে, মুখ ও চোখে রক্ত জমাট ও ফুলে যাওয়ার কারণে পর্যবেক্ষণ জরুরি।

এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর বর্তমানে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তিনি গুরুতর আহত হলেও স্থিতিশীল আছেন। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

DR/AHA
আরও পড়ুন