রাতে রাজধানীতে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা 

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা কমতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

LH/MMS
আরও পড়ুন