১৩ মাসে রাজধানীতে ১৬০৪ বার সড়ক অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪টি অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অবরোধের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
 
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আপনাদের মাধ্যমে অনুরোধ- এগুলো তারা যেন রাস্তায় না করে, এতে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজটের একটা বড় কারণ হলো... একটা রাস্তার যদি কোনো একটা কোণা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়।' 

তিনি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আমরা অনুরোধ করছি-এই ধরনের কর্মসূচি যেন সড়কে না করে। সুনির্দিষ্ট স্থানে, যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা কোনো খোলা মাঠে করলেই জনদুর্ভোগ অনেকটা কমে যাবে।' 

LH/AHA
আরও পড়ুন