ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: আসিফ মাহমুদ

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি। অথচ এ সরকারের আমলে ঘটেছে। এ ঘটনার দায় সরকারকে নিতে হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। এগুলোকে সমর্থন দিলে তা সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক সেটেলমেন্ট হোক। যারা এটি ব্যর্থ করতে চায়, তারা নির্বাচন পেছানোর চেষ্টা করবে। আমরা মনে করি, ‘এ ধরনের প্রচেষ্টা গণতান্ত্রিক দলগুলো এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে।’

জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সরকার এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগের সময়েও এমন ঘটনা দেখিনি। দায় বর্তমান সরকারের ওপরই রয়েছে। সরকারকে এ সমাধান করতে হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায় তা নিশ্চিত করতে হবে।

DR/Fj
আরও পড়ুন