কুমিল্লায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর নানুয়া দিঘির পাড়স্থ তার বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সেখানে আলোচনা সভা শেষে এক আনন্দ র‌্যালি নগরীর নানুয়ারদীঘি, কান্দিরপাড়, মোগলটুলি, রাজগঞ্জসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নগরীর ২৭টি ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ র‌্যালি অংশ নেন। 

NJ