ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৫) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুরতহাল শেষে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীনুর উপজেলার কাটাখালি গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। প্রায় এক যুগ আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। শাহিনুরের ছেলে কর্মের জন্য বিদেশে এবং মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করায় গত কয়েক বছর ধরে তিনি একাই বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে প্রবাসী ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় শাহিনুরের। গতকাল সারাদিন ফোনে যোগাযোগ করতে না পেরে ছেলে প্রতিবেশীদের জানান। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করার পর ভেতরে প্রবেশ করে শয়নকক্ষের মেঝেতে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি। আমরা হত্যার কারণ ও অপরাধীদের ধরতে কাজ করছি।

NJ
আরও পড়ুন