ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

সাম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ফিনিশ এর এক গবেষণায় উঠে এসেছে মুখগহ্বরের সাধারণ ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। যা দাঁতের স্বাস্থ্য এবং হৃদরোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরেছে।

গবেষকরা দেখতে পেয়েছে, মুখে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া হৃদ্যন্ত্রের ধমনী প্রাচীরে প্রবেশ করতে পারে এবং সেখানে একটি ঘন প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যাকে বায়োফিল্ম (biofilm) বলা হয়। এই বায়োফিল্ম ব্যাকটেরিয়াগুলোকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ও ওষুধের প্রভাব থেকে রক্ষা করে।

তবে যখন এই বায়োফিল্ম ভেঙে পড়ে, তখন রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। এতে ধমনীর প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। ফলস্বরূপ, ধমনী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়।

ফিনল্যান্ডে পরিচালিত এই গবেষণায় হঠাৎ হৃদ্রোগে মারা যাওয়া ব্যক্তিদের টিস্যু নমুনা এবং হার্ট সার্জারি করা ৯৬ জন রোগীর ধমনী থেকে নমুনা নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ রোগীর ধমনী প্রাচীরে ভিরিডান্স স্ট্রেপ্টোকোক্কাস (viridans streptococci) নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে- যা সাধারণত মানুষের মুখে থাকে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি কাকতালীয় নয়; বরং এগুলো ধমনীর ভেতরের চর্বিযুক্ত সুরক্ষা স্তরকে দুর্বল করে তোলে, যার ফলে তা সহজেই ফেটে যেতে পারে এবং প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দাঁতের যত্নে অবহেলা করা উচিত নয়, কারণ খারাপ মৌখিক স্বাস্থ্য সরাসরি হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সূত্র: সামাটিভি

LH/FJ
আরও পড়ুন