ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

নানা প্রয়োজনে প্রতিদিনই মানুষ দোকানপাট ও বিভিন্ন মার্কেটে যায়। তবে পরিকল্পনা ছাড়া বেরিয়ে যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায়, সবকিছু বন্ধ তাহলে সময় ও শ্রম দুটোই হবে বিফল। তাই আগে থেকে জেনে নেওয়া জরুরি কোন কোন এলাকায় ও কোন মার্কেটগুলো বুধবার (৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে।

বুধবার রাজধানীর যেসব জনপ্রিয় মার্কেট বন্ধ থাকবে সেগুলো হলো, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

এছাড়া নিম্নোক্ত এলাকায় দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক, উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

যাত্রাপথে ঝামেলা এড়াতে এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাইরে বের হওয়ার আগে এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।

DR/SN
আরও পড়ুন