ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
 
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মশিউর রহমান বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
 
জানা গেছে, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 
 
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি।
 
NJ
আরও পড়ুন