ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে কাঁচাবাজারে আগুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর প্রায় পৌনে ৬টার দিকে হঠাৎ করেই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

AHA
আরও পড়ুন