সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এদিকে গুগল জানিয়েছে, বাস্তবে এটি গুজব। এমন কোনো ঘটনা ঘটেনি। জিমেইল ও গুগল ক্লাউডের তথ্য অক্ষত আছে। তবে হ্যাকাররা জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করছে।
এছাড়া গুগল স্পষ্ট বার্তা দিয়েছে তারা কখনোই ফোন করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করতে বা অ্যাকাউন্ট সমস্যা সমাধান করতে বলে না। কিন্তু প্রতারকরা গুগলের অফিসিয়াল নম্বর +1 650-253-0000 নকল (স্পুফ) করে ফোন করছে। অর্থাৎ এই নম্বর থেকে কল এলে ধরে নিতে হবে, আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চলছে।
প্রতারকরা নিজেদের গুগলকর্মী পরিচয়ে ফোন করে বলে, ‘অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে’। এরপর ব্যবহারকারীকে নিরাপত্তার অজুহাতে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাপ দেয়। রেডিটসহ সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ান উচ্চারণে কথা বলা কলাররা ধাপে ধাপে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেয়, যেন তারা গুগলেরই কর্মী।
হ্যাকার থেকে বাঁচার উপায়
- কোনো কল এলে কখনোই পাসওয়ার্ড পরিবর্তন বা লিংকে ক্লিক করবেন না।
- সরাসরি গুগল অ্যাকাউন্টে লগইন করে Security- Review Security Activity চেক করুন।
- নিয়মিত সিকিউরিটি চেকআপ চালান, পুরোনো পাসওয়ার্ড বদলান এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
- এসএমএসভিত্তিক 2FA বাদ দিয়ে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন।
- সম্ভব হলে পাসকি (Passkey) সক্রিয় করুন।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পাসওয়ার্ড সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা ও পাসকি ব্যবহার করলে হ্যাকারদের জন্য আক্রমণ চালানো অনেক কঠিন।
জাইস টেলিফটো লেন্স নিয়ে এলো ভিভো ভি৬০
দেশে প্রথমবার চালু হলো ৫জি সেবা, ব্যবহার করবেন যেভাবে
১৫ সেকেন্ডেই শনাক্ত হবে হার্টের রোগ