নারীদের পোশাকের অতি সাধারণ এক অংশ লেইস। মাত্র এক শতাব্দী আগেও বিলাসিতার প্রতীক ছিল লেইস। অভিজাত সেই উপাদানই এখন সবার জন্য উন্মুক্ত। পুরুষদের পোশাক থেকে হারিয়ে গেলেও নারীদের পোশাকের অতি সাধারণ এক অংশ।
হাতের কাছের মার্কেটগুলোয় তো বটেই, পথের ধারে ও ফুটপাতে, এমনকি ফেরিওয়ালার ভ্যানেও পাওয়া যাচ্ছে পোশাকের এই উপাদান।
হাজারো নকশার লেইসের মধ্যে রয়েছে সুতা, ক্রুশ কাঁটা, জয়পুরী, কেমিক্যাল, কারচুপি, কাটওয়ার্ক, কুন্দন, নেট। আজকাল সবচেয়ে বেশি চলছে কেমিক্যাল লেইস। কেমিক্যাল লেইস চীন থেকে আনা হয়। এগুলোর দাম সবচেয়ে কম। আকার ও নকশার ভিত্তিতে দাম ৫ থেকে ৩০ টাকা গজ।
ক্রুশ কাঁটার লেইসের দাম প্রতি গজ ১৫ থেকে ৫০ টাকা। জয়পুরী ও কাটওয়ার্কের লেইসের দাম প্রতি গজ ৬০ থেকে ৩০০ টাকা। কারচুপি ও কুন্দনের লেইসগুলো সবচেয়ে দামি, দাম প্রতি গজ ১০০ থেকে ৫০০ টাকা।
জানা যায়, লেইসের দাম আগের চেয়ে অনেক বেশি। ক্রেতার সংখ্যা বেশি, তাই দাম ছাড়তে চান না বিক্রেতারা। ভারত ও চীন থেকে আসে সব লেইস। দেশে খুব একটা তৈরি হয় না। তাই দামও একটু বেশি।
সবচেয়ে বেশি চলছে সাদা, ধূসর ও কালো রঙের লেইস। প্রতিদিনকার পরনের পোশাকে সেগুলো ব্যবহার হচ্ছে। তবে মৌসুমভেদে সব লেইসেই চাহিদা আছে। বেশি পরিমাণে কিনলে দাম অনেকটাই কমিয়ে রাখেন দোকানীরা।
রাজধানীর সায়েন্স ল্যাবের প্রিয়াঙ্গন মার্কেটে গড়ে উঠেছে লেইসের বিশাল সম্ভার। চাঁদনী চক মার্কেট, চন্দ্রিমা মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মাদিয়া মার্কেট, উত্তরার রাজলক্ষ্মী, মিরপুর নান্নু মার্কেট, মৌচাক মার্কেট ও আজিমপুর ইডেন মহিলা কলেজের সামনের ফুটপাতেও পাবেন নানা নকশার লেইস। দাম প্রায় একই পড়বে।
বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিব্রত তাহসান! যা জানা গেলো