সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস অতি পবিত্র। এই মাসে মহান আল্লাহর নির্দেশে মুসলমানরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এই রোজা। তবে জানলে অবাক হবেন, আসছে এমন একটি সময় যখন একই বছরে মুসলমানদের ৩৬ দিন রোজা রাখতে হবে।
এর কারণ হলো চন্দ্র ও সৌরবর্ষের পার্থক্য। চান্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন ছোট হওয়ায় প্রতিবছর রমজানের সময়সীমা এগিয়ে আসে। ফলে প্রায় প্রতি ৩৩ বছরে একবার একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস চলে আসে।
আলজাজিরার তথ্যমতে, ২০৩০ সালে এক বছরে দুইবার রমজান পড়বে। সে বছরের প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি শুরু হবে ২৫ ডিসেম্বর। অর্থাৎ একই বছরে মুসলমানরা রাখতে পারবেন প্রায় ৩৫ থেকে ৩৬টি রোজা।
এ ধরনের ঘটনা আগে ঘটেছিল ১৯৬৫ ও ১৯৯৭ সালে। আবারও ঘটবে ২০৬৩ সালে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছর রোজার সময় উত্তর গোলার্ধে ক্রমেই ছোট হতে থাকবে। ২০৩২ সালে রমজান পড়বে বছরের সংক্ষিপ্ততম দিনে, অর্থাৎ শীতকালে। এরপর ধীরে ধীরে আবার রোজার সময় বাড়তে থাকবে এবং একপর্যায়ে পড়বে তীব্র গ্রীষ্মে।
অতএব, ২০২৮ সালে মুসলমানদের রোজা রাখতে হবে তীব্র শীতে, আর ২০৪০ সালে পড়বে প্রচণ্ড গরমে।
সাহাবিদের ব্যতিক্রমধর্মী ৫ আমল: যুগে যুগে অনুপ্রেরণা