ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সবার সহযোগিতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন চাওয়ার বা দাবির অনেকেই এখন তা চাচ্ছেন না বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত। কারণ, আওয়ামী লীগকে ফেরিয়ে এনে ইনক্লুসিভ নির্বাচন করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীরা অংশগ্রহণ করতে পারবে না বলে তাদের মাথা নষ্ট হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তরের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডায় এগিয়ে যাচ্ছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রায় শেষের দিকে, যা সবার ঐকমত্যে সম্পন্ন হবে। এরপর নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’
উপদেষ্টা আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, ‘যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী তারা নির্বাচনে অংশ নেবেন এবং সবার সহযোগিতা ও জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব হবে।’
‘তুরাগ নদীর ড্রেজিংয়ে প্রয়োজনীয় অর্থ দেবে বিশ্ব ব্যাংক’
ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান: আদিলুর রহমান