ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম

পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ। ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ এ  বহু জনপ্রিয় গান রয়েছে তার। এবার জঙ্গলে ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছেন তিনি। বাদামি ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি। 

পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামি ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়।

এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিপোর্টে দেখা গেছে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে।

হামলার পরপরই কিউবিকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জখম পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লগাবে।

সূত্র: এনডিটিভি

LH/SN
আরও পড়ুন