ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষমতাসীন জোটের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানো ও দলীয় নেতাদের চাপে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইশিবা শিগেরু শুরু থেকেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দলীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দায়িত্ব পালনের এক বছরের মধ্যেই রাজনৈতিক বাস্তবতা তার জন্য কঠিন হয়ে ওঠে।

প্রথম ধাক্কা আসে সংসদের নিম্নকক্ষে, যেখানে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং মিত্র দল কোমেইতো জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর চলতি বছরের জুলাইয়ে উচ্চকক্ষেও এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারালে দলটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে দলীয় নেতাদের অনেকেই ইশিবার নীতিমালার সমালোচনায় মুখর হন। সাত দিন আগেও তার পদত্যাগের গুঞ্জন উঠেছিল, তবে তখন ইশিবা সেই গুজব উড়িয়ে দেন। কিন্তু ঠিক এক সপ্তাহের মাথায় আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

আল জাজিরা জানায়, ইশিবার এই পদত্যাগ দলের অভ্যন্তরীণ বিভক্তি এড়াতে একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) এলডিপিতে দলের নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

DR/Fj
আরও পড়ুন