ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক সচিব শহীদ খান গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

AHA
আরও পড়ুন