ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বসুন্ধরায় হুমা খান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় হুমা খানের সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। 
সাক্ষাতের শুরুতে হুমা খান জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। পরবর্তী সময়ে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন।

এর আগে ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমিরের বক্তব্যের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আলোচনায় তারা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে জামায়াত আমির জাতিসংঘ প্রতিনিধিদলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ‘জুলাই শহীদদের’ স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

MMS
আরও পড়ুন