সাতক্ষীরা ঐতিহ্যবাহী পিএন হাইস্কুল এন্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্কুলের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু হাসান মোহাম্মদ রাজিব হোসেন অভিমান। অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন শেখ নঈম হাসান ও হাফেজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান চলাকালীন সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তাৎক্ষণিকভাবে স্কুল পরিদর্শন ও জিপিএ-৫ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে অনুষ্ঠানে উপস্থিত হন।
এ সময় জেলা প্রশাসক বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। প্রতিদিনের পড়া শ্রেণিকক্ষে শেষ করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করে মাস্টার প্রসেনজিৎ বন্দোপাধ্যায়।
