কর্মকর্তা পর্যায়ের চার ক্যাটাগরির ৮৩ পদে ও কর্মচারীর ২ পদে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ সহকারী পরিচালক, ৫০ উপ-সহকারী পরিচালক, ৩ কোর্ট পরিদর্শক, ১০ সহকারী পরিদর্শক, ১ হিসাব রক্ষক ও ১ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অন্যদিকে, কোর্ট পরিদর্শক ও সহকারী পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি ডিগ্রিধারী হতে হবে। ১৮ থেকে ৩২ বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত ফিসহ অনলাইনে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আবেদন করার শেষ সময় ৫ অক্টোবর।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা www.acc.org.bd ওয়েবসাইটে গিয়েও জানা যাবে।
নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক কাল