ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চার্লি হত্যা: বামপন্থীদের দায় দিলেন ট্রাম্প

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইউটাহ অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয়েছে চার্লি কার্ককে। নিহত চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ছিলেন। চার্লি হত্যাকাণ্ডে দেশটির বামপন্থীরা দায়ী বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফ্রিডম’ লেখা সাদা টি-শার্ট পরে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ৩১ বছর বয়সী কার্ক। এসময় তাকে লক্ষ্য করে কাছাকাছি কোনো ছাদ বা স্থল থেকে গুলি করা হয়। পরে দ্রুত তাকে তাকে হাসপাতালে নিলেও তার মৃত্যু হয়।

ইউটাহর কংগ্রেস সদস্য জেসন চ্যাফেৎজ জানান, হামলার সময় উপস্থিতরা চিৎকার করতে শুরু করে এবং মঞ্চের ওপর শুয়ে পড়ে। নিরাপত্তা দল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসার পরেও তার মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলাকারী গাঢ় রঙের পোশাক পরে ছিল। যদিও প্রথমে ধারণা করা হয়েছিল, হামলাকারী পালিয়ে গেছে, পরে এফবিআই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো হামলাকারীর সন্ধান চলছে।

ঘটনার খবরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মহান এবং কিংবদন্তি, চার্লি কার্ক মারা গেছেন। ডেমোক্র্যাটিক নেতা ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ অন্যান্য নেতারা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ওভাল অফিস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আজ আমরা আমাদের দেশে যে সন্ত্রাস দেখছি, তার জন্য এ ধরনের কট্টর বামপন্থী বক্তব্য সরাসরি দায়ী। আমাদের প্রশাসন এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এখনো কোনো সন্দেহভাজনকে চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণে ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

NB/SN
আরও পড়ুন