২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দেখা মিলবে এক ইতিহাস। পুরো টুর্নামেন্ট পরিচালনা করবেন নারী ম্যাচ কর্মকর্তারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ১৮ সদস্যের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। প্রথমবারের মতো বিশ্বকাপে নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আইসিসির ঘোষিত প্যানেলে আছেন ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি। এ তালিকায় ক্লেয়ার পোসাক, লরেন এগেনবাগ, কিম কটন, জ্যাকুলিন উইলিয়ামসদের সঙ্গে আম্পায়ার হিসেবে দায়িত্ব নেবেন জেসি। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।
সাথিরা জাকির জেসির জন্য এটি এক বড় অর্জন হলেও এর আগে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ও নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি। ধাপে ধাপে এগিয়ে আসা এই অভিজ্ঞতা এবার তাঁকে নিয়ে গেছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে।
বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারতের পাশাপাশি পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। অংশ নেবে আট দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
২০২৫ বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল যারা-
আম্পায়ার
সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন, সারাহ ড্যামনেভানা
ম্যাচ রেফারি
ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা
