ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ এএম

হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের বন্ধ থাকা পুরোনো ৩ নম্বর কূপ রিফ্রেশ করার পরে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিল পেট্রোবাংলা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৭ মিনিটে রশিদপুর-৩ কূপ ওয়ার্কওভার শেষে আনুমানিক ৮ মিলিয়ন ঘনফুট হারে ১৩৩০ পিএসআইজি প্রেসারে গ্যাস ফ্লো হচ্ছে। ক্লিনআপ শেষ করে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পেট্রোবাংলার এক তথ্যসূত্রে রোববার রাতে এ তথ্য জানা গেছে। 

প্রসঙ্গত, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ওই কূপটিতে ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয় বাপেক্স। আগামী ১০ বছর কূপটি থেকে ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে। 

রশিদপুর-৩ এর পাশাপাশি কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভারের কাজ চলমান রয়েছে। রশিদপুর গ্যাস ফিল্ডের সবচেয়ে সুবিধার হচ্ছে, পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে কূপটিতে অন্য কোনো জটিলতা নেই। এর আগে গত ১২ জুলাই পুরাতন এই কূপটিতে অনুসন্ধান শুরু করে বাপেক্স।

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বাপেক্স।

HN
আরও পড়ুন