ইসরায়েলের রামন বিমানবন্দর ও আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ)। এই হামলাকে গাজায় চলমান ‘গণহত্যা’ ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি ‘আগ্রাসনের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে রামন বিমানবন্দরে ৩টি ও আল-নাকাবের সামরিক স্থাপনায় ১টি ড্রোন আঘাত হানে। উচ্চপর্যায়ের এই অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে বলে ওয়াইএএফের দাবি।
জেনারেল সারি জানান,এই হামলা এসেছে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ইয়েমেনে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের জবাবে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনিরা ফিলিস্তিনের পাশে আছে। ইসরায়েলের আগ্রাসন আমাদের সংকল্প ভাঙতে পারবে না।
উল্লেখ্য, গত এক বছরে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত বাহিনী ইসরায়েল ও এর মিত্রদের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
গাজায় নিহত আরও ৫৩, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির