লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে থাকা পুরাতন ২০, ৫ ও ১ দিনারের নোট দ্রুত খরচ বা পরিবর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এক আনুষ্ঠানিক বার্তায় এই আহ্বান করা হয়। এতে উল্লেখ করা হয়, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত ১১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, পুরাতন ২০ দিনার, ৫ দিনার এবং ১ দিনার নোটগুলো আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাস জানায়, ৩০ সেপ্টেম্বরের পর এই নোট আর কোনো ব্যাংক গ্রহণ করবে না। স্থানীয় দোকান, বাজার বা শপিং মলেও এই নোট গ্রহণযোগ্য হবে না।
প্রবাসীদের প্রতি দূতাবাসের অনুরোধ, যাদের কাছে পুরাতন এসব নোট আছে, তাদেরকে দ্রুত সম্ভব খরচ করে ফেলতে অথবা নিকটস্থ ব্যাংকে গিয়ে নতুন নোটে পরিবর্তন করতে অনুরোধ জানানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজে মিললো বাংলাদেশি যুবকের মরদেহ