ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উবার আনছে হেলিকপ্টার বুকিং সুবিধা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং জায়ান্ট উবার ঘোষণা করেছে, আগামী বছর থেকে তাদের অ্যাপের মাধ্যমে যাত্রীরা সরাসরি হেলিকপ্টার এবং সি-প্লেন বুক করতে পারবেন। এই নতুন সেবার জন্য উবার যৌথভাবে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে, যারা সম্প্রতি যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে।

একবার পরিষেবাগুলো একীভূত হলে বিশ্বের প্রধান শহরগুলোতে উবার অ্যাপ থেকেই সরাসরি ফ্লাইট বুক করা সম্ভব হবে। তবে এখনো নির্দিষ্ট রুট বা ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বা নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার ভাড়া প্রায় ১৯৫ ডলার।

উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার যানজট আর সময়ের চাপ থাকবে না। শহরের ভিড়-জটে আটকে থাকার পরিবর্তে যাত্রীরা কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টার বা সি-প্লেনে করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। এটি শহুরে যাতায়াতের এক নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে রাইড-শেয়ারিং এর সঙ্গে যুক্ত হবে এয়ার-ট্রান্সপোর্টের সুবিধা।

DR/SN
আরও পড়ুন