ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটি। তাদের মতে, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরি। তিনি একটি প্রতিনিধিদলের নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছেন।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালীকরণ এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এ সময় রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী ভূমিকা এখন সময়ের দাবি।

জবাবে ইউরোপীয় প্রতিনিধি দল সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার এবং জনগণের ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানায়।

এছাড়া, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউরোপীয় প্রতিনিধি দল।

প্রতিনিধিরা আজ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সফর শেষে ১৯ সেপ্টেম্বর তারা বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।

DR/AHA
আরও পড়ুন