ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ব্ল্যাঙ্ক চেক’র ফাঁদে শতাধিক পরিবার, সুদ কারবারির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার নিরীহ মানুষের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ জমা নিয়ে সুদের ওপর টাকা দিয়ে অতিরিক্ত সুদ আদায় ও মামলা দিয়ে হয়রারির অভিযোগ উঠেছে সাহান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ থেকে সুদ কারবারি ও সন্ত্রাসী সাহান সরদারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
অভিযুক্ত সাহান সরদার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের বাজিতপুর গ্রামের মৃত তোতা সরদারের ছেলে।
 
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার সুদ ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহান সরদার মূলতো সুদের ব্যবসার পাশাপাশি প্রতারণা করেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে বাড়ি থেকে তুলে নিয়ে যান। বসন্তপুর ইউনিয়নের কয়েকশ মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি। সুদ দেওয়ার সময় এলাকার দারিদ্র মানুষের ব্যাংক একাউন্ট খোলেন।
 
 
এরপর একাধিক চেকের পাতা নিয়ে সামান্য অর্থ দিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত অর্থ। একসময় দারিদ্র পরিবার মূল অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ফাঁকা চেকের পাতায় সুবিধামতো টাকার অংক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন।
 
সুদ কারবারে এলাকার বেশ কিছু পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ সময় দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।
 
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, হাসেম শেখ, কাশেম শেখ, হালিমা বেগম, ভুক্তভোগী জসিমের মা মনোয়ারা, ভুক্তভোগী চান মিয়ার স্ত্রী বন্যা, সাথী বেগম, ভুক্তভোগী ওমর ফারুকের স্ত্রী মোছা. রুবিয়া খাতুনসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
 
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, নির্যাতিত পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
অভিযোগের প্রসঙ্গে জানতে সাহান সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।
NJ
আরও পড়ুন