পুনরায় একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে রোববার (২১ সেপ্টেম্বর)। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যা কিছু নির্দিষ্ট অঞ্চলে খালি চোখেই দেখা যাবে।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।
এদিকে মাত্র দুই সপ্তাহ আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে চন্দ্রগ্রহণের ‘রক্তিম চাঁদ’। তার ঠিক ১৪ দিন পরেই আকাশে ঘটতে যাচ্ছে আরও একটি বিরল মহাজাগতিক দৃশ্য- আংশিক সূর্যগ্রহণ।

জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে।

যদিও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই গ্রহণ দেখা যাবে না, কারণ গ্রহণের সময় এ অঞ্চলে রাত থাকবে। তবে পৃথিবীর কয়েকটি নির্দিষ্ট অংশ থেকে এই গ্রহণ খালি চোখেই দেখা যাবে। বিশেষ করে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা এই অঞ্চলগুলো থেকে গ্রহণটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
আংশিক সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় উপযুক্ত সুরক্ষা না নিলে চোখের ক্ষতি হতে পারে। যদিও এবারের গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে অন্য অঞ্চলের মানুষদের জন্য ও মহাকাশবিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বছরের শেষ সূর্যগ্রহণ কাল
সূর্যগ্রহণ নিয়ে গুগলের বিশেষ ফিচার চালু