২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ঘটতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত এই গ্রহণ পৃথিবীর সব স্থান থেকে দৃশ্যমান হবে না। গ্রহণটি মূলত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে।

আন্তর্জাতিক সময় (UTC) অনুযায়ী আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ডে। সর্বাধিক গ্রহণ দেখা যাবে রাত ৭টা ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৯টা ৫৩ মিনিট ৪৫ সেকেন্ডে।
গ্রহণটি প্রথমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু হয়ে বিভিন্ন দ্বীপ অতিক্রম করে অ্যান্টার্কটিকায় শেষ হবে। দক্ষিণ অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলের মানুষ অন্তত আংশিক গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।

তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ থেকেও এই বিরল মহাজাগতিক দৃশ্য দৃশ্যমান হবে না।
বিশেষজ্ঞদের মতে, এটি ২০২৫ সালের একটি উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বিশেষ করে নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে সূর্যোদয়ের সময় সূর্যগ্রহণ দৃশ্যমান হওয়ায় এর সৌন্দর্য আরও ভিন্ন মাত্রা পাবে।
দুই লাখ টাকার আইটি প্রশিক্ষণ বিনা মূল্যে নেওয়ার সুযোগ
মানুষ না এআই’য়ের লেখা সংবাদে পাঠকের আস্থা বেশি