জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিডিও কনফারেন্সে ভাষণ দানের বিষয়টি অনুমোদন করেছে সংস্থাটির সাধারণ পরিষদ। শুক্রবার এ বিষয়ে অনুষ্ঠিত একটি সভায় অনুমোদন করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক দিন পরেই যুক্তরাষ্ট্রে অবস্থিত সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভিডিও কনফারেন্সে ভাষণ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে সংস্থাটিকে।
সূত্রটি জানায়, এ বিষয়ে শুক্রবার একটি ভোটের আয়োজন করা হয়। সেখানে ১৪৫টি দেশ মাহমুদ আব্বাসের ভিডিও কনফারেন্সে ভাষণ দেয়ার প্রস্তাবনার পক্ষে ভোট দেয়। আর পাঁচটি দেশ এই প্রস্তাবনার বিরোধিতা করে। এছাড়া আরো ছয়টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
নতুন প্রস্তবনায় গৃহীত হয়েছে যে আগামীতে ফিলিস্তিনের কোনো কর্মকর্তার উপর যদি যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেয়, তাহলে তিনি জাতিসংঘের অধিবেশনে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
যুক্তরাষ্ট্র গত মাসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এ বিষয়ে তারা জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা মাহমুদ আব্বাসসহ আরো ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার উপর প্রযোজ্য হবে। সূত্র : রয়টার্স
রাজধানীতে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১