'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা ট্রাম্পের, সদস্য হতে গুনতে হবে ১০০ কোটি ডলার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বোর্ড অব পিস’ (Board of Peace) বা ‘শান্তি বোর্ড’ নামে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠন ও যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে এই বোর্ড গঠিত হলেও এটি ভবিষ্যতে সমান্তরাল এক বিশ্বব্যবস্থা বা জাতিসংঘের বিকল্প শক্তি হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিশেষ বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি জানিয়েছেন, বোর্ডটি পূর্ণাঙ্গভাবে গঠিত হলে তারা যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। 

ট্রাম্পের ভাষায়, ‘একবার এই বোর্ড গঠিত হয়ে গেলে, আমরা যা চাই তা-ই করতে পারবো।’ যদিও তিনি জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেছেন, তবে বিশ্লেষকরা একে বিশ্ব কূটনীতিতে জাতিসংঘের গুরুত্ব কমিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবে দেখছেন।

এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) করে তহবিল দিতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ৩ বছরের জন্য সদস্যপদ নিশ্চিত করা যাবে। ট্রাম্পের হাতে যেকোনো দেশকে সদস্য করা বা অপসারিত করার একচ্ছত্র ক্ষমতা থাকবে।

কারা আছে, কারা নেই:
রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, কাতার, হাঙ্গেরি ও বেলারুশসহ প্রায় ৩৫টি দেশ এই উদ্যোগে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য এতে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। চীন এখন পর্যন্ত নীরব রয়েছে এবং রাশিয়া জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি।

বোর্ডের নির্বাহী পরিষদে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের নাম উল্লেখ না করে এই বোর্ড যেভাবে সাজানো হয়েছে, তাতে শান্তির চেয়ে রাজনৈতিক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। জাতিসংঘের মুখপাত্র রোলান্দো গোমেজ জানিয়েছেন, জাতিসংঘ কেবল গাজা শান্তি আলোচনার নির্দিষ্ট প্রেক্ষাপটেই এই বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে।

FJ
আরও পড়ুন