ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়

পোষ্য কোটা স্থগিত থাকছে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ইফতেখারুল আলম মাসউদ সাংবাদিকদের জানান, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইফতেখারুল আলম মাসউদ বলেন, ‘সিন্ডিকেট প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত দিয়েছে। আগামীতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষকদের লাঞ্ছনের ঘটনায় তদন্ত

সিন্ডিকেট জুবেরী ভবনে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তও পরিচালনা করা হবে।

ইফতেখারুল আলম মাসউদ বলেন, ‘গতকাল একজন উপ-উপাচার্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। সিন্ডিকেট এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।’

MMS
আরও পড়ুন