ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার পেছালো চাকসু নির্বাচন, ভোটগ্রহণ ১৫ অক্টোবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।  

জানা যায়, দুর্গাপুজা উপলক্ষে আগামীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চাকসু নির্বাচন প্রচার-প্রচারণায় খুবই কম সময় পাচ্ছিলেন প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই নির্বাচন পেছানোর দাবি জানান তারা। সেটিকে আমলে নিয়ে আজ এই সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে এই নির্বাচনের সময় ছিল রোববার (১২ অক্টোবর)। সেটিই পিছিয়ে  বুধবার (১৫ অক্টোবর) করা হয়েছে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্ধারণ করা হয়। 

তথ্যমতে, প্রায় তিন যুগ পর অনুষ্ঠেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দিকেই সবার নজর ছিল। নির্বাচনহীনতার দীর্ঘদিনের অচলায়তন ভাঙার আশা দেখছিলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর অধিকাংশই চাই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হোক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ৫৮ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে, এবং ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত নিয়মিতভাবেই ৩ বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর আবার দুইবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন যুগ আগে ১৯৯০ সালে।  

LH/FJ
আরও পড়ুন