ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুপার তাইফুন ‘রাগাসা’ আঘাত হেনেছে চীনে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ‘রাগাসা’ ফিলিপাইন ও তাইওয়ানের পর এবার চীনের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। এ সুপার তাইফুনের কারণে চীনের উপকূল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। 

দেশটির অন্তত ১০টি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, বুধবার গুয়াংডং প্রদেশে তাইফুন রাগাসা আছড়ে পড়ে। অঞ্চলটির ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাগাসার প্রভাবে গুয়াংডংয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া, তাইফুন রাগাসা আছড়ে পড়ার আগেই আট মাত্রার সতর্কতা জারি করেছে হংকং। অঞ্চলটিতে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে।

তাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে অভিহিত করেছে চীনের আবহাওয়া বিভাগ। বলছে, চীনের পর ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানবে রাগাসা। ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েক লাখ মানুষ।

সুপার তাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং এখনো দেশটিতে নিখোঁজ রয়েছেন অন্তত ১২৪ জন।

MMS
আরও পড়ুন