অনলাইন গেম পাবজিতে আসক্ত হয়ে পরিবারের চার সদস্যকে হত্যার দায়ে পাকিস্তানের লাহোরে এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) লাহোর সেশন কোর্টের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ে অভিযুক্ত কিশোর আলি জাইনকে চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, যা মোট ১০০ বছরের সমান। পাশাপাশি তাকে ৪০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। তবে বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ২০২২ সালের জানুয়ারিতে লাহোরের কাহনা এলাকায়। রাত ২টার দিকে আলি নিজের মা নাহিদ মুবারক (৪৫), ভাই তাইমুর সুলতান (২০), বোন মাহনূর ফাতিমা (১৫) ও জান্নাতকে (১০) গুলি করে হত্যা করে।
পুলিশ জানায়, আলি নিয়মিত পাবজি খেলত এবং গেমে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে পড়েছিল। হত্যার দিন ঘণ্টার পর ঘণ্টা খেলার পর সে মায়ের লাইসেন্সকৃত পিস্তল ব্যবহার করে প্রথমে ঘুমন্ত মাকে, পরে দুই বোন ও ভাইকে গুলি করে হত্যা করে।
ঘটনার পর আলি পিস্তলটি নর্দমায় ফেলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। তবে পুলিশের সন্দেহের ভিত্তিতে তদন্ত চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর আদালতে তার অপরাধ প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় বিচারক বলেন, অপরাধের ভয়াবহতার কারণে কঠোর সাজা দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের নতুন পরিকল্পনা
স্পেনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশকে চুমু! ভিডিও ভাইরাল