ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশে জনপ্রিয় ৫টি স্মার্টওয়াচ ব্র্যান্ড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বর্তমান সময়ে স্মার্ট গ্যাজেটের মধ্যে স্মার্টওয়াচ অন্যতম জনপ্রিয় ডিভাইস। সময় দেখার পাশাপাশি কলিং, ব্লাড প্রেশার ও অক্সিজেন মাপা, হেলথ মনিটরিং, ঘুমের হিসাব রাখা এবং স্পোর্টস ট্র্যাকিং এসব ফিচার এটিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বাংলাদেশেও বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ ব্র্যান্ড ক্রমবর্ধমান জনপ্রিয়তা পাচ্ছে।

বাংলাদেশের বাজারে শীর্ষে থাকা ৫টি স্মার্টওয়াচ ব্র্যান্ড হলো

Amazfit (অ্যামাজফিট)

বাংলাদেশে মোশন ভিউ-এর মাধ্যমে অফিশিয়ালি যাত্রা শুরু করা Amazfit স্টাইলিশ লুক ও প্রিমিয়াম ফিচারের জন্য জনপ্রিয়। ওয়াটার প্রুফ ও ফায়ার প্রুফ সুবিধা, ম্যাপ নেভিগেশন, স্পোর্টস মুড এবং ২৪ ঘণ্টা হেলথ মনিটরিং সহ নিত্য দিনের প্রয়োজনীয় সকল ফিচারযুক্ত এই ব্র্যান্ডের স্মার্টওয়াচ বাজারে শীর্ষে রয়েছে।

Kieslect (কিসলেক্ট)

বাজেট ফ্রেন্ডলি হলেও প্রিমিয়াম লুক ও কার্যক্ষমতা বজায় রাখে Kieslect। মেয়েদের জন্য আলাদা সিরিজে মেনস্ট্রুয়াল নোটিফিকেশন, হেলথ ট্র্যাকিং এবং ওয়াটার রেজিস্টেন্সি সুবিধা রয়েছে। বাংলাদেশে মোশন ভিউ এর মাধ্যমে অফিশিয়াল ডিসট্রিবিউশন রয়েছে।

Haylou (হেইলু)

লো ও মিড রেঞ্জ স্মার্টওয়াচ খুঁজছেন যারা, তাদের জন্য Haylou সেরা বিকল্প। বাজেট ফ্রেন্ডলি প্রাইসিং, কলিং ফিচার এবং বাংলা সাপোর্ট এই ব্র্যান্ডের মূল সুবিধা। মোশন ভিউ এর মাধ্যমে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া এই ব্র্যান্ডটি স্মার্টওয়াচ লাভারদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

Mibro (মাইব্রো)

স্পোর্টস মুড, ক্যাজুয়াল ও ফরমাল লুক, ১০০+ স্পোর্টস মুড, কাস্টমাইজড ওয়াচ ফেস এবং ৫ ATM ওয়াটার প্রুফ সুবিধা Mibro কে বাজারে বিশেষ জনপ্রিয় করেছে। মোশন ভিউ এই ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। ফিচার, ব্যাটারি ব্যাকআপ এবং প্রাইজিং মিলিয়ে এটি বাংলাদেশের সেরা স্মার্টওয়াচ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম।

Imiki (ইমিকি)

বাজেট ফ্রেন্ডলি এবং প্রিমিয়াম লুকের সমন্বয়ে Imiki স্মার্টওয়াচ বাংলাদেশে ক্রমবর্ধমান জনপ্রিয়। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বাংলা সাপোর্ট, স্পোর্টস মুড এবং হেলথ মনিটরিং ফিচার এটিকে তরুণদের মধ্যে আকর্ষণীয় করেছে।

NB/SN
আরও পড়ুন