ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিউইয়র্কে হামলার ঘটনায় মামলা করলেন আখতার হোসেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় নিউইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন নিজেই। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি জানান, মামলায় নির্দিষ্টভাবে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

আখতার হোসেন অভিযোগ করেন, ‘শুধু বিমানবন্দরের বাইরেই নয়, লবি ও আশপাশে আমাদের উপর আরও একাধিকবার হামলার চেষ্টা করা হয়। এ ঘটনার পেছনে নিউইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ইউএস পুলিশকে জানানো হয়েছে এই হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, যারা অতীতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। এ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনও তুলে ধরা হয়েছে।’

আখতার হোসেন ভিডিওবার্তায় আরও জানান, ‘আওয়ামী সন্ত্রাসীরা দেশে বা বিদেশে যেখানেই থাকুক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা যে অপরাধ করেছে, সেগুলোর আইনগত নিষ্পত্তি হবে এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না।’

সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালান।

DR/FJ
আরও পড়ুন