জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন।
ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিতর ব্যাপারে বিশ্ববাসীকে অবহিত করবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি ও বিচার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।
এদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহুর ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, চীন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইনস, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, গ্রিস, মালটা ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের পর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে জানা গেছে।
এর আগে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তানসিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।
প্রধান উপদেষ্টা নিউইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। নিউইয়র্কে আসার পর থেকেই প্রায় দুই ডজনের বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া, ভিসা সহজীকরণে আশ্বাস
বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব