ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বলিউড ঠিকমতো পয়সা দিলে আমার পরের প্রজন্মও বসে খেত: মাধবন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম

বলিউডে আর্থিক অনিশ্চয়তার কথা তুলে ধরে জনপ্রিয় অভিনেতা আর মাধবন জানিয়েছেন, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সঠিক পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা না থাকায় শিল্পীরা প্রায়ই অনিশ্চয়তায় ভোগেন।

তার মতে, হলিউডের মতো সুব্যবস্থা থাকলে তার কয়েকটি হিট সিনেমার আয় দিয়েই তার ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা তার দীর্ঘ অভিনয় জীবনের আর্থিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানেই উঠে আসে আর্থিক অনিশ্চয়তা প্রসঙ্গ। 

মাধবন বলেন, ‘ভারতে যদি এমন ব্যবস্থাপনা থাকত, তবে- থ্রি ইডিয়টস, রাং দে বাসান্তি, তনু ওয়েডস মনু—এই তিনটি ছবিতে আমি যা আয় করতাম, তাতে আমার গোটা প্রজন্ম বসে খেতে পারত।’

অভিনেতা আরও বলেন, ‘তারকারা বিলাসবহুল জীবনযাত্রার অভ্যস্ত হয়ে পড়েন, কিন্তু বাস্তবে খুব কমই বোঝেন যে অপ্রয়োজনীয় খরচ করা উচিত নয়। যদি আমার কাজের মতো হলিউডে হিট থাকত, আমি নিশ্চিন্তে ঝুঁকিপূর্ণ প্রজেক্টেও হাত দিতাম। কারণ আমি জানতাম, তিনটি ব্লকবাস্টারই আমার ভবিষ্যৎ প্রজন্মের খরচ চালানোর জন্য যথেষ্ট।’

মাধবন এও জানান, ভারতে শিল্পীদের জন্য পেনশন বা রয়্যালটির ব্যবস্থা নেই। তাই সবাই মনে করে, আজ যা পাওয়া যায়, তাই লাভ। শিল্পীরা অনেক সময় পারিশ্রমিক সংক্রান্ত অনিয়মের শিকার হলেও তা নিয়ে কথা বলতে পারেন না। 

HN
আরও পড়ুন