ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জান্নাতের টিকিট বিক্রি করতে চাওয়ারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাইছে তারা ধর্ম ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না।

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস করি, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।’ 

দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, তার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। আমাদের আহ্বান, তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও দুর্নীতির ইতিহাস। ভোটচুরি, গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে- বিএনপি তাদের বিচার করবেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলো বাস্তবায়ন করলে মানুষের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।’

LH/FJ
আরও পড়ুন