ব্যস্ত সড়ক পার হতে থাকা এক বৃদ্ধকে সহায়তা করতে ছুটে গিয়েছিলেন এক নারী। কিন্তু, হঠাৎই বৃদ্ধটি চড় মেরে বসেন সাহায্য করতে এগিয়ে যাওয়া নারীটিকে।
সম্প্রতি এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে চীনের গানসু প্রদেশের লানঝৌ শহরে। ঘটনাটি ওই মুহূর্তে সড়কে থাকা একজন চালকের গাড়ির ক্যামেরায় ধরা পড়ে। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে ভাইরালও হয়ে যায় মুহূর্তে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১২ সেপ্টেম্বর সন্ধ্যার ঘটনা এটি।
ভিডিওতে দেখা যায়, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ ভারী ব্যাগ নিয়ে জেব্রা ক্রসিংয়ের বাইরে দিয়ে হাঁটছেন। পথচারী লেন এড়িয়ে সড়ক পেরোনোর সময় অল্পের জন্য গাড়ির ধাক্কা থেকে বেঁচে যান তিনি। এ দৃশ্য দেখে নিজের গাড়ি থেকে নেমে এগিয়ে যান এক নারী। তিনি এক হাতে বৃদ্ধকে ধরেন এবং অন্য হাতে গাড়িগুলোকে সংকেত দেন। কিন্তু হঠাৎ ওই বৃদ্ধ তাকে চড় মেরে বসেন, ফলে তার চশমা পড়ে যায়।
অবশ্য, এভাবে হেনস্তা হওয়ার পরও কোনও কিছু করেননি ওই নারী। ভিডিওতে তাকে চুপচাপ চশমা তুলে নিয়ে নিজের গাড়িতে ফিরে যেতে দেখা যায়। পরে ঘটনাটি পুলিশে জানানো হয়। পুলিশ বৃদ্ধকে শনাক্ত করে এবং ক্ষমা চাইতে বাধ্য করে।
এদিকে এ ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লিখেছেন, সাহায্য করতে গিয়ে উল্টো অপমানিত হয়েছেন তিনি। আমাদের সবার উচিত ওই নারীকে সান্ত্বনা দেওয়া।
আরেকজন মন্তব্য করেছেন, এই ধরনের ঘটনা মানুষকে সাহায্য করার মানসিকতা কমিয়ে দেবে।
কেউ কেউ দাবি করেছেন, ওই বৃদ্ধের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত।
তবে বৃদ্ধের প্রতি সমর্থনও দেখা গেছে। একজন লিখেছেন, হয়তো তিনি ভেবেছিলেন, হঠাৎ উদয় হওয়া মানুষটি কোনও খারাপ উদ্দেশ্যে এগিয়েছেন, তাই প্রতিক্রিয়া দেখিয়েছেন।
